email marketing tutorial
ইমেইল মার্কেটিং কি ?
কোথায় কাজ করব ?
কিভাবে কাজটি করব ?
আপ ওয়ার্ক এ ইমেইল মার্কেটিং এর প্রচুর কাজ পাবেন। এখানে কাজের জন্য এপলাই করার আগে খেয়াল খেয়াল রাখবেন আপনার প্রোফাইল যেনো ১০০% থাকে। তারপর চেস্টা করুন আমি পাইসি আপনিও পারবেন।
এখন আসা যাক ইমেইল মার্কেটিং এ ইমেইল মার্কেটিং হলো কোনো প্রোডাক্ট সম্পর্কে ইমেইল এর মাধমে কাস্টমার কে অবগত করা। এখন কথা হলো কাস্টমার এর ইমেল এড্রেস কোথায় পাবেন। গুগল মামাতে সার্চ দিন Email Collecting Software হাজার হাজার পাবেন ইনস্টল করে বেবহার করেন। তবে আমি আজ যে বিসয় কথা বলব তা হলো Mailchimp.com/ এখান হতে কোড নিয়ে আপনার ওয়েব সাইট বা ব্লগ সাইট এ দিয়ে আমরা আমাদের টার্গেট কাস্টমারের মেইল এড্রেস কালেক্ট করতে পারি।ধরুন বায়ার তার কোম্পানির একটা সাবান সম্পর্কে আপনাকে ইমেইল মার্কেটিং এর অফফার করসে। এখন আপনার কাজ হবে এ প্রোডাক্ট সম্পর্কে ইমেইল এর মাধ্যমে কাস্টমার কে অবগত করা। খুব সহজ ভাবে বাজানোর চেষ্টা করসি।
0 comments:
Post a Comment