Sunday, November 22, 2015

Bangladeshi new movie

Bangladeshi new movie

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত মুভি রাজকাহিনী। বিজরী বরকতুল্লাহ সহ এতে অভিনয় করেসেন অনুপ সোনাল। সব কিছু ঠিক থাকলে আগামী বসসর ছবিটি ভারত বাংলাদেশ ২ দেশের রুপালি পর্দায় মুক্তি মিলবে ছবিটির। এক নজরে দেখে নেয়া যাক ছবিটির কিছু অংশ বিশেষ
 
ধন্যবাদ 

Bollywood Dhamaka

Bollywood Dhamaka

নতুন করে শাহরুক খান কে চিনবার কিসু নেই। বলিউড বাদশা আবার কাপতে এলো তার নতুন মুভি raees নিয়ে। চলুন এক পলক দেখে নেই তার নতুন মুভি

Cat to cat fighting

Cat to cat fighting

দুটি বিড়ালের মধ্যে মারামারি। না দেখলে  মিস করবেন। 

Jibon Rahman



Monday, November 16, 2015

How can create blog sitemap

How can create blog sitemap

যারা ব্লগগিং করেন কিন্তু আসা অনুরূপ ট্রাফিক পাচ্ছেন না এ পোস্ট তাদের জিন্য। দেখুন কি ভাবে আপনার পোস্ট বা পেজ এর সাইট ম্যাপ তৈরি করবেন। এবং তা গুগল মামা কে সাবমিট করবেন। ইটা করতে আপনি
সাইটম্যাপ তৈরীর সময় প্রতিটি URL এর কয়েকটি জিনিস এক্সএমএল ট্যাগ দিয়ে উল্লেখ করে দিতে হয় যেমন গুরত্ব (Priority) সর্বশেষ কবে পেজটি পরিবর্তন করেছেন (Last modified date) পেজটি কত ঘনঘন পরিবর্তন হয় বা করবেন (change frequency) নিচে একটি সাইটম্যাপের নমুন দেয়া হল এটাতে নিজের সাইটের সব URL ঢুকিয়ে নিজের মত করে পরিবর্তন করে গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করতে পারেন

1.<?xml version="1.0" encoding="UTF-8"?>
2.<urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9"xmlns:xsi="http://www.w3.org/2001/XMLSchema-instance"xsi:schemaLocation="http://www.google.com/schemas/sitemap/0.84http://www.sitemaps.org/schemas/sitemap/0.9/sitemap.xsd">
3.<url><loc>http://www.jibonrahman44.blogspot.com/<;/loc><lastmod>2015-02-16</lastmod><changefreq>weekly</changefreq><priority>1.00</priority></url>
4.<url><loc>http://www.jibonrahman44.blogspot.com/forum<;/loc><lastmod>2015-01-20</lastmod><changefreq>daily</changefreq><priority>1.00</priority></url>
5.</urlset>


উপরের নমুনা ম্যাপের প্রথম দুই লাইন শুধু কপি করে কোন এডিটরে (যেমন নোটপ্যাড++) পেস্ট করে দিন এরপরের লাইনগুলির ব্যাখ্যা নিচে
1.<?xml version="1.0" encoding="UTF-8"?>
2.<urlset xmlns="http://www.sitemaps.org/schemas/sitemap/0.9"xmlns:xsi="http://www.w3.org/2001/XMLSchema-instance"xsi:schemaLocation="http://www.google.com/schemas/sitemap/0.84http://www.sitemaps.org/schemas/sitemap/0.9/sitemap.xsd">

(এখানে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এট্রিবিউট সহ <urlset …> ট্যাগটি সব URL লেখার শেষে </urlset> এই ট্যাগ দিয়ে শেষ করতে হবেযেমন আমি নমুনা সাইটম্যাপে দেখুন দুটি URL এর একটি সাইটম্যাপ তৈরী করেছি তাই URL দুটির শেষে </urlset> ট্যাগ দিয়ে শেষ করেছি)
ব্যাখ্যা  
<url>এর ভিতরে একটা URL এর জন্য সব এক্সএমএল ট্যাগগুলি থাকবে</url>
<loc>এখানে URL অর্থ্যাৎ পেজটির ঠিকানা</loc>
<lastmod> এখানে থাকবে পেজটি সর্বশেষ কবে পরিবর্তন করেছেন</lastmod>
<changefreq>পেজটি কত ঘনঘন পরিবর্তন করবেন সেই তথ্য</changefreq> একটা সাইটম্যাপের গুরত্বপূর্ন অংশ নিচেরটুক
1.<url><loc>http://www.mcqacademy.com/<;/loc><lastmod>2011-02-16</lastmod><changefreq>weekly</changefreq><priority>1.00</priority></url>
এখানে <loc></loc> এর ভিতর আমার সাইটের হোমপেজ এর ঠিকানা আছে আপনি আপনার সাইটের ঠিকানা দিয়ে দিন এভাবে আপনার সাইটে যতগুলি পেজ আছে সবগুলির URL একটা একটা করে কপি করে প্রতিবার উপরের অংশের <loc></loc> এর ভিতর বসিয়ে দিনআপনার সাইটে যদি ৫০০ টা পেজ থাকে এবং এই ৫০০ পেজের জন্য ৫০০ টা URL থাকে তাহলে ৫০০ বার এই অংশ (উপরের কোডটুকু) কপি করুন এবং URL গুলি বসিয়ে দিন*গুগল ৫০০০০ এর বেশি এবং ১০ মেগাবাইটের চেয়ে বড় sitemapনেয়না যদি সাইট এতই বড় হয় তাহলে ছোট ছোট কয়েক ভাগ করে কয়েকটা সাইটম্যাপ সাবমিট করতে পারবেন<changefreq></changefreq> এর ভিতর দেয়ার মত কয়কটা প্যারামিটার আছে never=যদি একটা পেজ তৈরী পর কখনই পরিবর্তন না করেন তাহলে এটা দিতে পারেন yearly=যদি পেজটি প্রতি বছরে একবার পরিবর্তন করেন monthly=যদি প্রতি মাসে পেজটি একবার পরিবর্তন করেন weekly=যেমন আমি weekly দিয়েছি অর্থ্যাৎ আমি আমার হোমপেজ সপ্তাহে একবার পরিবর্তন করি daily=যদি পেজটি প্রতিদিন পরিবর্তন করেন বা হয় hourly= যদি পেজটি প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয় বা করেন always=যদি পেজটি প্রতিনিয়তই পরিবর্তন করেন বা হয় <priority></priority> এর ভিতর পেজটির গুরত্ব বোঝানোর জন্য সংখ্যা দেয়া হয় 1.0 যদি দেন তাহলে ধরা হবে এই পেজটি সবচেয়ে গুরত্বপূর্ন পেজ.