Thursday, December 10, 2015

SEO-Training

SEO-Training

আপনিও হতে পারেন SEO স্পেশালিস্ট। সার্চ ইঞ্জিন অপ্তিমায়জেশন বর্তমান দ্রুত বর্ধন শীল একটি সেক্টর। ইন্টারনেট এর এই যুগে চাহিদা বাড়ছে ডিজিটাল মার্কেটার দের। বেশির ভাগ কোম্পানি এখন অফ লাইন মার্কেট প্লেস এর পরিবর্তে অনলাইন মার্কেট প্লেস এর দিকে বেশি ঝুকছে। আর অনলাইন মার্কেটিং এর জন্য প্রয়োজন SEO স্পেশালিস্ট। একজন SEO স্পেশালিস্ট ঘরে বসে বা যেকোনো ফোরাম এ নিজের সুবিধা মত কাজ করতে পারে। এখন প্রশ্ন হলো SEO স্পেশালিস্ট কি কি কাজ করেন। একজন স্পেশালিস্ট প্রফেশনাল সার্চ ইঞ্জিন এ কোম্পানির রানকিং এগিয়ে রাখে। প্রফেশনাল রা সহজে বুজতে পারে সার্চ ইঞ্জিন এ কি কি কাজ করতে পারে। টার্গেট ক্লাইন্ট কারা। তাদের চাহিদা কি। কি কি শব্দ দ্বারা সার্চ করতে পারে। 

SEO স্পেশালিস্ট হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে :
১. বিশ্লেষণ যোগ্যতা : ক্লায়ন্ট এবং ইন্টারনেট মার্কেটার রা SEO বিভিন্ন কৌসল এবং বিভিন্ন SEO পরিকল্পনা চায়। সেই ক্ষেত্রে আপনাকে অবস্যই যোগ্য বিশ্লেষণ করি হতে হবে।
২. আইটি সম্পর্কে জানতে হবে : বিভিন্ন কনটেন্ট  ম্যানেজমেন্ট ,HTML, ছোট ছোট ওয়েব সফটওয়্যার এর উপর দক্ষতা থাকতে হবে। কেননা তা SEO এর জন্য সহায়ক। 
৩. চ্যানেল গ্রহনের ক্ষমতা : এ দক্ষতা আপনার অবস্যই প্রয়োজন। কেননা সবাইকে পিছনে ফেলে আপনাকে নম্বর ওয়ান হতে হবে। 
আপনাদের সুবিধার জন্য SEO সিলেবাস দিয়ে দিলাম। এতে আপনার উপকার হবে। Dropbux
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Etiam aliquam massa quis mauris sollicitudin commodo venenatis ligula commodo.

Related Posts

0 comments:

Post a Comment